October 24, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

দাফন' পরিচালনা করে প্রশংসিত তরুণ নির্মাতা সায়াদ মামুর কাব্য

দাফন' পরিচালনা করে প্রশংসিত তরুণ নির্মাতা সায়াদ মামুর কাব্য

দাফন’ পরিচালনা করে প্রশংসিত তরুণ নির্মাতা সায়াদ মামুর কাব্য

তরুণ নির্মাতা সায়াদ মামুর কাব্য নির্মিত ওভিসি ‘দাফন’ এবং ‘ইফতার’ দর্শক মহলে প্রশংসিত হচ্ছে। করোনা আক্রান্ত ব্যক্তির লাশ দাফন নিয়ে একজন লাশবাহী এম্বুলেন্স ড্রাইভারের অভিঙ্গতা সুনিপুণ ভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলেছেন এই তরুণ নির্মাতা। মাস্তুল ফাউন্ডেশন এর জন্য নির্মিত ওভিসি টি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে৷ ‘দাফন’ দর্শক দেখেছে ১.৫ মিলিয়নেরো বেশিবার। পবিত্র রমজান মাসে ইফতার বিতরণ  নিয়ে নির্মিত অপর একটি ওভিসি ‘ইফতার’ রয়েছে আলোচনায়। এটিও মাস্তুল ফাউন্ডেশন এর জন্য নির্মান করেছেন সায়াদ মামুর কাব্য’র নির্মাতা প্রতিষ্ঠান মাটি এন্টারটেইনমেন্ট বিডি। ‘ইফতার’ ওভিসি টি দেখেছে প্রায় ১.২ মিলিয়ন দর্শক।তরুণ এই পরিচালকের টেলিভিশন নাটক ‘বি এফ’ প্রচারিত হবে আসন্ন ঈদ এর ৩য় দিন সন্ধ্যা ৬ টায় মাছরাঙা টেলিভিশনে। সজল, নাদিয়া ও নীতি অভিনিত এই নাটকটি নিয়েও  উৎকন্ঠা বাড়ছে দর্শকদের মাঝে।