January 24, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

নতুন বছরে মেয়র শামীমের শুভেচ্ছা

নতুন বছরে মেয়র শামীমের শুভেচ্ছা

নতুন বছরে মেয়র শামীমের শুভেচ্ছা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ পীরগঞ্জ পৌরসভার মেয়র ও পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীম নতুন বছরের শুরু লগ্নে সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানান।নতুন বছর আলোকিত করুক সবার জীবন। মেয়র বিগত বছরের সুখ-দুখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক-এ প্রত্যাশা করে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতন আশা, নতুন সম্ভাবনা।মেয়র আব্দুস শুকুর আশা প্রকাশ করেন, অতীতের দুঃখ-গ্লানি ভুলে, সুখ স্মৃতিকে মনে রেখে নতুন বছরে আমরা আরো সুন্দর আগামীর দিকে এগিয়ে যাব। একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের স্বপ্ন নতুন বছরে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে।