September 23, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ দুধ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ দুধ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ দুধ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

গাইবান্ধা ঃ পবিত্র মাহে রমজানের এই সময় ভয়াবহ কোভিড-১৯ পরিস্থিতি মহামারি রূপে আবির্ভূত হয়েছে। এমন দুঃসময় ভোক্তাদের দুধের চাহিদা পুরণ, খামারীদের উৎপাদিত গবাদিপশু ও দুধের সঠিক বাজার মূল্য সহনীয় পর্যায় রাখতে ভ্রাম্যমাণ দুধ বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১৩ এপ্রিল থেকে সারাদেশব্যাপী বিক্রয়ের অংশ হিসেবে পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে সোমবার (১২ এপ্রিল) অনলাইনে সংযুক্ত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-৩ নির্বাচনি আসনের জাতীয় সংসদ সদস্য ও কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন ও প্রাণি সম্পদ অফিসার আলতাব হোসেনসহ সংশ্লিষ্টবৃন্দ, উপজেলা পরিষদের অপরাপর বিভাগীয় কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং পলাশবাড়ী উপজেলা ডেইরী এ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।