January 28, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পলাশবাড়ী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভা

পলাশবাড়ী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভা

পলাশবাড়ী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভা

গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেস ক্লাব সাংবাদিকদের সাথে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ সোমবার দুপুরে প্রেস ক্লাব ভবনে প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ ( পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। পলাশবাড়ী প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে প্রথম মতবিনিময় সভায় তিনি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পন জাতির বিবেক সাংবাদিকদের স্বচ্ছতার সহিত তাদের কর্ম পরিচালনা করতে হবে। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। আপনারা সাংবাদিকেরা সমাজের অসংগতি গুলো অবশ্যই তুলে ধরবেন এর পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড গুলোও তুলে ধরবেন। করোনার টিকা নিয়ে কেউ যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখার ও প্রেসক্লাবের সাংবাদিকগণ কে করোনার টিকা গ্রহনের আহবান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, প্রেসক্লাব সহ- সভাপতি নরুল ইসলাম , ফেরদাউস মিয়া, সহ-সাধারণ মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যগণ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।