December 1, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পার্বতীপুরে জুয়ার আসর থেকে আটক যুবকের মুক্তি মিললো ৫শ টাকায়!

পার্বতীপুরে জুয়ার আসর থেকে আটক যুবকের মুক্তি মিললো ৫শ টাকায়!

পার্বতীপুরে জুয়ার আসর থেকে আটক যুবকের মুক্তি মিললো ৫শ টাকায়!

আল মামুন মিলন,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে সংঘটিত লুড়–র মাধ্যমে জুয়ার আসর থেকে মোশারফ হোসেন(২২) নামে এক ট্যাংকলরী শ্রমিককে পুলিশ আটক করে অতঃপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫শ টাকা জরিমানায় ছেড়ে দেয়ার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, দির্ঘদিন ধরে উপজেলার রামপুর ইউনিয়নের ফুলকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিনিয়ত কিছুু যুবক লুড়–র সাহায্যে জুয়া খেলার আসর বসত। এতে শিক্ষার্থীদের চলাফেরা ও শিক্ষাঙ্গনের পরিবেশ বিঘিœত হয়ে আসছিল। এটি নিরসনে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আসছিল। আজ সোমবার(২৫অক্টোবর)দুপুর ২ টার দিকে খবর পেয়ে মডেল থানা পুলিশের এ এস আই শহিদুলের নেতৃত্বে একদল পুলিশ জুয়ার আসর থেকে মোশারফ হোসেনকে আটক করে। এ সময় অন্যান্য জড়িতরা সেখান থেকে সট্কে পড়ে। পরে ভূমি অফিসের কক্ষে কতিপয় মধ্যস্তাভোগীর হস্তক্ষেপে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫শ টাকা জরিমানা ও স্টাম্পে লেখা একটি মুচলেকায় ওই যুবককে ছেড়ে দেয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় অপরাধ প্রবনতা বেড়ে যাওয়ার শংকায় স্থানীয়দের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। মোশারফ হোসেন হুগলীপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। সে স্থানীয় ট্যাংকলরী শ্রমিক বলে জানা যায়। বিষয়টি নিয়ে কথা হলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও এসি ল্যান্ড প্রীতম শাহা জানান, আটক যুবকটি সেখানে জুয়া খেলা দেখছিল। ৫শ টাকা জরমিানায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।