September 21, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জে অযত্ন অবহেলায় ইয়াকুব শাহ মাজার

পীরগঞ্জে অযত্ন অবহেলায় ইয়াকুব শাহ মাজার

পীরগঞ্জে অযত্ন অবহেলায় ইয়াকুব শাহ মাজার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ পীর ওলি আউলিয়াদের চারণ ভুমি রংপুরের পীরগঞ্জ। এ মাটিতে অবস্থান করেছিলেন হযরত শাহ্ ঈসমাইল গাজী (রাঃ), মধ্যযুগের সাধক কবি হেয়াত মাহমুদসহ অনেক সাধক এ ভুমিতে এসেছিলেন ধর্ম প্রচারের জন্য। এমনি এক পীরে কামেল ইয়াকুব শাহ।
পীরগঞ্জে অবহেলার শিকার পীরে কামেল ইয়াকুব শাহ মাজার। ধারণা করা হয় প্রায় দুইশ বছর আগে ইয়াকুব শাহ ধর্ম প্রচার ও ধর্ম সাধনার জন্য পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বড় ফলিয়া গ্রামে আগমন করেছিলেন। আস্থানা গড়েছিলেন বড় ফলিয়া গ্রামে। সেখানে অতিতে কী ছিল জানা না গেলেও বর্তমানে ইয়াকুব শাহ এর হাতে গড়া ইট সুড়কির একটি ক্ষুদ্র ইবাদত খানা কোন মতে টিকে আছে।এই ঘরটি দৈর্ঘ্যে প্রস্তে ৭ ফুট করে, উচ্চতা ১৫ ফুট প্রায়। ঘরের উত্তর পাশে পীর সাহেবের কবরটি দৃশ্যমান রয়েছে। এলাকার মানুষ এই ঘরটিকে মাজার বলে জানেন মানেন। জানা যায় ইবাদৎ খানাটি দীর্ঘ সময় জঙ্গলে ঘেরা ছিল। এখন থেকে প্রায় ৩০ বছর আগে ইদ্রিস আলী নামে একজন খাদেম পাকুড়িয়ার পীর সাহেব কেবলার আদেশে জঙ্গল পরিস্কার করে মাজারের রক্ষণাবেক্ষণ করে আসছেন। জনাব ইদ্রিস আলী এলাকায় দরবেশ নামে পরিচিত। এখানে সারা বছর কোন অনুষ্ঠান না হলেও দুর দুরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ মাজার জেয়ারত করতে আসেন। শির্নী বিলান। মাজারটির তেমন কোন জমি জায়গা না থাকলেও গোলেস্তারা বেগম ও তার ৪ বোন মিলে ৭ শতাংশ জমি মাজারের নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মাজারের খাদেম ইদ্রিস আলী। এলাকার মানুষ এই মাজারটির উন্নয়নে সরকারসহ ধর্মপ্রাণ মহৎজনদের সুদৃষ্টি কামানা করেছেন।