December 8, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

সবারই একই কথা সুষ্ঠু নির্বাচন

মহেশপুর ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ‘লীগেসবারই একই কথা সুষ্ঠু নির্বাচনর ১৪ নেতা বহিস্কার

পীরগঞ্জে ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি ঃ
ইউপি নির্বাচনে পীরগঞ্জের ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।
সুত্র জানায়, আগামী ১১ নভেম্বর পীরগঞ্জের ১৫ টি ইউনিয়নের মধ্যে ১০ টিতে নির্বাচন হবে। ওইসব ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পাওয়া ১০ প্রার্থীসহ মোট ৫১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রার্থী হন।

উপজেলার একাধিক ইউনিয়ন ঘুরে দেখা গেছে, নির্বাচনী প্রচারনা চলছে। উপজেলার কুমেদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম বলেন, আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ। ভোটারদের মাঝে বেশ উৎসাহ দেখা দিয়েছে। কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। তিনি এবারেও নৌকা প্রতীকে নির্বাচন করছেন৷ তিনি বলেন, সাধারণ মানুষ নির্বাচনী ডামাডোলে জেগে উঠেছেন। শুধু নির্বাচনের দিনের অপেক্ষায় রয়েছেন তারা। চৈত্রকোল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম বলেন, আমি আশা করি এবারে বিপুল ভোটে বিজয়ী হবো। যদি কোন ব্যত্যয় না ঘটে তাহলে মাঠের যে অবস্থা, তাতে আমার বিজয় সুনিশ্চিত।