January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জে ইহান এন্ড সাজিন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

পীরগঞ্জে ইহান এন্ড সাজিন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

পীরগঞ্জে ইহান এন্ড সাজিন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের ও তরে! ইহান এবং সাজিন ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরের পীরগঞ্জে গরীব-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কম্বল বিতরণ করেন পীরগঞ্জ পৌরসভার ২্নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন রিমন হাসান, আহসান হাবীব সাইফুল, মাহমুদুল হক সাগর, শাহ মোঃ রতন, ওই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম সজীব প্রমুখ।