June 14, 2021

Jagobahe24.com news portal

Real time news update

পীরগঞ্জে কালবৈশাখীর ঝ‌ড় এক বর্গাচাষীর স্বপ্ন ভেঙ্গে গেল

পীরগঞ্জে কালবৈশাখীর ঝ‌ড় এক বর্গাচাষীর স্বপ্ন ভেঙ্গে গেল

পীরগঞ্জে কালবৈশাখীর ঝ‌ড় এক বর্গাচাষীর স্বপ্ন ভেঙ্গে গেল

পীরগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি ঃ রংপুরের পীরগঞ্জে কাল বৈশাখীর ঝ‌ড়ে ১ বর্গাচাষীর স্বপ্ন ভে‌ঙ্গে গেল। গত রোববার বিকেলে ওই ঝড়ে উপ‌জেলার কা‌বিলপুর ইউ‌নিয়‌নের হলদীবা‌ড়ি গ্রা‌মের বর্গাচাষীর শেষ সম্বল ১ একর জমিতে রোপিত ৮ শতাধিক কলাগাছ ভেঙ্গে যাওয়ায় একেবারে পথে বসেছেন তিনি। উক্ত গ্রামের ভূমিহীন মৃত. আব্দুর রহমা‌নের ছে‌লে বর্গাচাষী আশরাফুল ইসলা‌ম। জানা গেছে দীর্ঘ পরিকল্পনা ও কলা চাষে সম্ভাবনা লক্ষ্য করে একই গ্রামের বাসিন্দা-হাফিজার রহমান ও মিনহাজুল ইসলামের কাছ থেকে ১ একর জ‌মিবর্গা নিয়ে সেই জমিতে উপজেলা কৃষি বিভাগের সাথে পরামর্শ করে উন্নত চম্পা জা‌তের ৮ শতাধিক কলা চারা ২০২০ সনের ফেব্রুয়ারী মাসে রোপন করে। দীর্ঘ পরিচর্যার পর প্রতিটি কলা গাছে আশানুরুপ ফলনও আসে কিন্তু দুর্ভাগ্য জনক ভাবে গত রোববা‌রে পীরগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া বৈশাখীর ঝ‌ড়ে তার প্রায় সম্পুর্ন কলাগাছ ভে‌ঙ্গে যায়। এতে তিনি ৪ লক্ষাধিক টাকা ক্ষ‌তির সম্মূখীন হ‌য়েছেন বলে দাবী করেন। তিনি কান্না জড়িত কন্ঠে এ প্রতিবেদকে জানান- কলাগাছের এই ক্ষতিতে একেবারে তাকে পথে বসতে হলো।