September 22, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ-মৃত্যু

২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ-মৃত্যু

পীরগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ১৪

মোট মৃত্যু ২১, মোট আক্রান্ত ৬৮০, নতুন সুস্থ্য ১৪ জন সহ ৪৭৭ জন, চিকিৎসাধীন ১৮২ জন

পীরগঞ্জ(রংপুর)ঃ রংপুরের পীরগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও রবিবার নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার পীরগঞ্জ উপ‌জেলার টুকুরিয়া ইউনিয়নের টিওরমারী গ্রামের লতিফ মন্ডল(৭৫), বড়দরগাঁর হরিপদ ঘোষ(৫৫) এবং কুমেদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের রফিকুল ইসলাম (৩৫) মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন।
নতুন করে আরো ১৪ জন করোনা শনাক্ত হয়েছেন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮০ জন। এদের মধ্যে নতুন সুস্থ্য ১৪ জন সহ মোট ৪৭৭ জন করোনা জয় করে সুস্থ্য আছেন। করোনা শুরু থেকে পীরগঞ্জে মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়াও বর্তমানে চিকিৎসাধীন আছে ১৮২ জন। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন বুলেট।

রবিবার নতুন করোনাক্রান্তরা হলেন-
পৌরসভার প্রজাপাড়ার আকতারা (৫০) ও রাখি (২৬)।
কুমেদপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোয়াজ্জেম (৬২)।
পীরগঞ্জ সদর ইউনিয়নের লালধীঘির শামীম (২৩), চককরিম গ্রামের গোলাম রব্বানী(৪২), বাজিতপুর গ্রামের মুসফিকুর রহমান(৩৪),সুমনা (২৯) ও হাসনা (৪৫)।
রামনাথপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের হেলাল(৫২) ও বড়রাজারামপুর গ্রামের আনিছার রহমান (৬৫)।
মোজাফোরপুর গ্রামের ৪৫ বছর বয়সী আশাদুজ্জামান।
খাসতালুক গ্রামের আবুল বাসার (৩৪)।

করোনা জয়ীরা হলেন-
পীরগঞ্জ পৌরসভার জহুরুল(৩১), জামতলার তৌফিক (২৮), মুক্তা(২৪), প্রজাপাড়ার জহুরুল(৪৮) ও উজিরপুরের রহিমা(৫০)।
পীরগঞ্জ সদর ইউনিয়নের মকিমপুরের শাহ্ তৌহিদুল ইসলাম (৭০), আশিক(২৬) ও বিথী আক্তার(২২)।
রামনাথপুর ইউনিয়নের সুলতানা(২৫) একবারপুর গ্রামের প্লাবন(১৭) ও সায়েকপুর গ্রামের ফাহিমা(১০)।

বর্তমানে চিকিৎসাধীন ১৮২ জন এর মধ্যে হোম আইসোলেসনে ১৮০ জন এবং ২ জন হাসপাতাল আইসোলেশনে আছেন।