October 18, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জে গাছের চারা ও মাস্ক বিতরন

পীরগঞ্জে গাছের চারা ও মাস্ক বিতরন

পীরগঞ্জে গাছের চারা ও মাস্ক বিতরন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে গাছের চারা ও মাস্ক বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জাফরপাড়া সম্রাট সমাজ কল্যাণ ক্লাব ও গণপাঠাগারের আয়োজনে ওই গাছের চারা ও মাস্ক প্রদান করা হয়। উক্ত ক্লাবের প্রতিষ্ঠিাতা সভাপতি সাজেদুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদনখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক আকতারুজ্জামান রানা, জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহুর রহমান, কলাবাগান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সাগর মাস্টার। ভিএসও কো-অর্ডিনেটর ইলিয়াস হোসেন প্রমুখ। বক্তারা সামজিক কর্মকান্ডে যুবসমাজ এগিয়ে আসার আহবান জানান। মহামারি করোনা ভাইরাস রোধে উপস্থিত ৬ শতাধিক ব্যক্তির মাঝে মাস্ক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরন করা হয়। উল্লেখ্য সম্রাট সমাজ কল্যাণ ক্লাব ও গণপাঠাগার ১৯৯৬ সাল থেকে এলাকায় মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডসহ অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করে আসছে।