June 19, 2021

Jagobahe24.com news portal

Real time news update

পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ ভাতিজার হাতে চাচা খুন, আটক-২

পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ ভাতিজার হাতে চাচা খুন, আটক-২

পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ ভাতিজার হাতে চাচা খুন, আটক-২

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা হাফিজুর রহমান (৪২) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার শানেরহাট ইউনিয়নের পালানুশাহাপুর গ্রামে। মামলা ও অভিযোগে জানা গেছে, উক্ত গ্রামের মৃত: হামিদ মন্ডলেরর পুত্র সাইদুর রহমানের আপন চাচাতো ভাই মৃত: সোবহান মন্ডলের পুত্র আলমগীর মন্ডলের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে আলমগীর পক্ষের লোকজন জোর পুর্বক সাইদুর রহমানের জমিতে রাস্তা নির্মাণ করতে গেলে সাইদুর রহমান বাঁধা দেয়। এতে আলমগীরের লোকজন ক্ষিপ্ত হয়ে অতর্কিত ভাবে সাইদুরের উপর হামলা করে। এ সময় সাইদুরসহ কয়েজন আহত হয়। হাফিজুর উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে আসলে আলমগীরের লোকজন হাফিজারের মাথায় আঘাত করায় সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার রাতে মারা যায়। নিহতের স্ত্রী ইসমেতারা বাদী হয়ে এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৭, তাং-১৮/০১/২০২১।  নিহতের প্রতিবেশী মৃত: সুলতানের ছেলে মুক্তি (৪০) ও মুক্তির ছেলে শিপন (২১)  কে পুলিশ গ্রেফতার করেছে।