October 27, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পালপাড়ায় সংঘর্ষ: এলাকায় উত্তেজনা

পীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পালপাড়ায় সংঘর্ষ: এলাকায় উত্তেজনা

পীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পালপাড়ায় সংঘর্ষ: এলাকায় উত্তেজনা

খড় শুকানোকে কেন্দ্র করে উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত


পীরগঞ্জ (রংপুর) থেকে: রংপুরের পীরগঞ্জে পূর্ব শত্রুতা ও দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া (পালপাড়া) গ্রামে ঘটেছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার প্রজাপাড়ার লতিফ চন্দ্র পালের পুত্র ও চন্ডিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ পাল বাজাই এর সাথে একই গ্রামের সন্তোষ চন্দ্র পালের সাথে খড় শুকানোকে কেন্দ্র করে দ্বন্দ্বের সুত্রপাত ঘটে। ওইদিন রবীন্দ্র চন্দ্র পাল রাস্তায় খড় শুকানোর জন্য সন্তোষ চন্দ্র পালের জায়গা পর্যন্ত খড় গুলো নাড়িয়ে দেয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ি পড়ে। এতে নির্মল চন্দ্র পাল, রবীন্দ্রনাথ পাল বাজাই, অনিল চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল, কৃষ্ণ চন্দ্র পাল, সন্তোষ চন্দ্র পাল গুরুতর আহত হয়। বর্তমানে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে আপোষ মিমাংসা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।