December 1, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জে ননএমপিও কলেজ এমপিওভুক্ত চান শিক্ষকরা

পীরগঞ্জে ননএমপিও কলেজ এমপিওভুক্ত চান শিক্ষকরা

পীরগঞ্জে ননএমপিও কলেজ এমপিওভুক্ত চান শিক্ষকরা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের পীরগঞ্জে প্রায় দু’যুগেও ১১টি বেসরকারী কলেজ এমপিওভুক্ত হয়নি। এসব ননএমপিও কলেজ এমপিওভুক্ত চান শিক্ষক-কর্মচারীসহ এলকাবাসী। কলেজগুলোর সাড়ে ৩ শতাধিক শিক্ষক-কর্মচারী জীবনযাপন করছে মানবেতর। ইতিমধ্যেই অনেক শিক্ষক-কর্মচারী নিঃস্ব হয়ে শুন্য হাতেই অবসরে গেছেন। এমপিওভুক্তি না হওয়ায় চরম হতাশায় পড়েছেন ওই শিক্ষক-কর্মচারীরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পীরগঞ্জ উপজেলা গঠিত। গ্রামীণ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সাধারন কলেজ ১৫টি ও কারিগরি কলেজ রয়েছে ১০টি। এরমধ্যে ৬টি সাধারন কলেজ ও ৫টি কারিগরি কলেজ প্রতিষ্ঠার দু’যুগেও এমপিওভুক্ত হয়নি। ননএমপিও কলেজগুলো দীর্ঘদিন থেকে পূর্ণাঙ্গ পাঠদান ও ভাল ফলাফল করছে বলে জানা গেছে। কলেজগুলোর সাড়ে ৩ শতাধিক শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৮-২০০০ সালে কলেজগুলো স্থাপিত হয়ে ১৫/১৬ বছর আগে স্বীকৃতি প্রাপ্ত হয়। উপজেলার পৌরসভাস্থ পীরগঞ্জ মহাবিদ্যালয়, পাঁচগাছী ইউনিয়নের আমোদপুর মহাবিদ্যালয়, বড়দরগাহ্ ইউনিয়নের গুর্জিপাড়ায় মহিয়সী বেগম রোকেয়া মহিলা কলেজ, চতরা ইউনিয়নে চতরা মহিলা ডিগ্রি কলেজ, মদনখালী ইউনিয়নে কাদিরাবাদ মহিলা কলেজ, ডিগ্রি পর্যায়ে খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ। কারিগরি কলেজের মধ্যে শানেরহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। পীরগঞ্জ মহিলা কারিগরি কলেজ, বাঁশপুকুরিয়া এসএসসি ভোকেশনাল, সিরাজ উদ্দিন কারিগরি ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, চকবরখোদা কারিগরি ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজসহ মোট ১১ টি কলেজ এমপিওভুক্ত হয়নি। শানেরহাট টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান জানান কলেজটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০৫ সাল থেকে পাঠদান করে আসছে। দীর্ঘ দিনেও এমপিও ভুক্ত হয়নি কলেজটি ফলে শিক্ষক-কর্মচারীরা হতাশ হয়ে পড়েছে। সর্বশেষ এইচএসসি পরিক্ষায় ১৫ জন জিপিএ পাঁচসহ ৭৬ জন শিক্ষার্থী পাস করেছে। আমরা আর কত দিন অপেক্ষা করবো। আমরা দ্রুত এমপিও ভুক্তি করার জন্য সরকারের কাছে দাবী করছি। পীরগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাদেকুল ইসলাম জানান, ২০০২ সালে যোগদান করলেও এখনও এমপিওভুক্ত হতে পারিনি। জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সহকারি অধ্যপক পীরগঞ্জ মহিলা কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, সর্বশেষ এমপিওতে পীরগঞ্জের ৫টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। বাকী শিক্ষাপ্রতিষ্ঠান গুলো দ্রুত এমপিও ভুক্তির জন্য আমাদের স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সু-দৃষ্টি কামনা করছি। কলেজ গুলো এমপিও ভুক্ত হলে শিক্ষক-কর্মচারীরা অনেক উপকৃত হবে এবং তাদের পরিবারে স্বচ্ছলতা আসবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মন্ডল বলেন, সর্বশেষ এমপিওতে অত্র উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে। তার মধ্যে ২টি কলেজ ও ৩টি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।