June 15, 2021

Jagobahe24.com news portal

Real time news update

পীরগঞ্জে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের দুই জন সক্রিয় সদস্য গ্রেফতার!

পীরগঞ্জে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের দুই জন সক্রিয় সদস্য গ্রেফতার!

পীরগঞ্জে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের দুই জন সক্রিয় সদস্য গ্রেফতার!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুর পীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের দুই জন সক্রিয় সদস্যকে ০১ (একটি) মোটর সাইকেল উদ্ধারসহ আয়নাল ও হাসানুরকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৫মে ২০২১ ঈদ উল ফিতরের পর দিন শনিবার এস আই নুরে আলম পীরগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে দুপুর ১৩.৩০ ঘটিকার সময় পীরগঞ্জ থানাধীন ১৫নং কাবিলপুর ইউনিয়নে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পালানু সাহাপুর গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র মোঃ আয়নাল মিয়া (৩৯) এবং আজমপুর (ফকিরপাড়া) গ্রামের মৃত হাফিজার রহমান @ বাদশা মিয়ার পুত্র মোঃ হাসানুর রহমান (৪০) কাবিলপুর ইউনিয়নের করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি চোরাই মোটর সাইকেলসহ অবস্থান করতেছে। সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামীদ্বয়কে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হইতে জব্দ চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন। পুলিশ সুত্রে জানা যায় আসামীরা আন্তজেলা কুখ্যাত মোটর সাইকেল চুরি ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।উক্ত আসামীদ্বয় ঢাকা গাজীপুর জেলাধীন কালিগঞ্জ থানা এলাকা হইতে মোটরসাইকেলটি চুরি করে আনিয়াছে এবং পীরগঞ্জ এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে গিয়ে গাজীপুর এলাকায় বিক্র‍য় করে। আবার গাজীপুর এলাকা থেকে মোটর সাইকেল চুরি ও ছিনতাই করে নিয়ে এসে রংপুর এলাকায় বিক্রয় করে থাকে। তারা এ পর্যন্ত বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি ও ছিনতাইয়ের কাজ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। আসামী আয়নাল মিয়া র বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।