January 19, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষয়-ক্ষতি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করলেন নূর মোহাম্মদ মন্ডল

পীরগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষয়-ক্ষতি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করলেন নূর মোহাম্মদ মন্ডল

পীরগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষয়-ক্ষতি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করলেন নূর মোহাম্মদ মন্ডল

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পীরগঞ্জের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল। গত সোম ও মঙ্গলবার ২দিন ব্যাপী ক্ষতিগ্রস্ত বড়দরগাহ ইউনিয়নের ভগবানপুর, ছোট মির্জাপুর, হাজিপুর সাহাপাড়া, শানেরহাট ইউনিয়নের মেষ্টা, পার্বতীপুর, দামোদরপুর, পাহাড়পুর এলাকা গুলো পরিদর্শন করে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহজাহান আলী প্রধান, বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, সিনিয়র সাংবাদিক ও উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরওয়ার জাহান, শানেরহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু, বড়দরগাহ ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল হক, স্থানীয় আওয়ামীলীগ নেতা আঃ মান্নান মন্ডল, শাহজাহান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি গত ২২ এপ্রিল ২ টা ২০ মিনিটে পীরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি স্থানে কালবৈশাখী তান্ডাব চালায়। শুধু তাই নয় সাথে আধা কেজি ওজনের শিলাসহ বাতাস আর বৃষ্টি এলাকার মানুষকে তাৎক্ষণিকভাবে চরম আতংকের মধ্যে ফেলে দেয়। প্রায় ১০ মিনিট ধরে চলে কালবৈশাখীর এই তান্ডব লীলা চলে। বিশেষ করে এলাকার বড়দরগাহ্ ও শানের হাট ইউনিয়নে ঘরবাড়িসহ ফসলের ব্যপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। অসহায় এই মানুষগুলো এখন নানান অভাব-অনটনের মধ্যে দিনাতিপাত করছে। এদিকে পীরগঞ্জের সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, তিনি অসহায় এইসব মানুষের সাথে কথা বলেন। তাদের কষ্টের কথাগুলো অত্যন্ত ধৈর্য্য সহকারে শোনেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদেরকে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করার পাশাপাশি উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।