June 14, 2021

Jagobahe24.com news portal

Real time news update

পীরগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করোনায় আক্রান্ত ৫ জনঃ মোট ২১৬ জন

পীরগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করোনায় আক্রান্ত ৫ জনঃ মোট ২১৬ জন

পীরগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করোনায় আক্রান্ত ৫ জনঃ মোট ২১৬ জন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন ৫ জন । উপজেলায় নতুন ৫ জন সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২১৬ জন। এদের মধ্যে করোনা জয়ী ১৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০ জন এবং চিকিৎসাধীন ১৫ জন। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন বুলেট। গত শনিবার করোনায় চিকিৎসকসহ ২ জন আক্রান্ত হন।
নতুন করে ৫জন করোনায় আক্রান্তরা হলেন-পীরগঞ্জের আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামের ৫০ বছর বয়সী একজন পুরুষ। পীরগঞ্জ সদরের ৪৮ বছর বয়সী একজন পুরুষ। পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নের জামিলবাড়ী ৫০ বছর বয়সী একজন পুরুষ। পীরগঞ্জের ফতেপুর গ্রামের এর ৫০ বছর বয়সী একজন নারী এবং চায়না কন্সট্রাকসন কোম্পানির ২২ বছর বয়সী একজন পুরুষ চাকুরী জীবী। ।
বর্তমানে চিকিৎসাধীন ১৪জন বর্তমানে হোম আইসোলেসনে এবং ১ জন হাসপাতাল আইসোলেশনে আছে। উল্লেখ্য চলতি সময়ে ৯৬০ জনের করোনা নমুনা সংগ্রহ করে পিসি আর ল্যাবে পাঠালে অদ্যবদি ৯৫৬ জনের ফলাফল জানা গেছে।