October 20, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

সব রেকর্ড ভেঙে দেশে একদিনে মৃত্যু ১১২

সব রেকর্ড ভেঙে দেশে একদিনে মৃত্যু ১১২

পীরগঞ্জ উপজেলা এখন ‘করোনা মুক্ত’

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত ১৬৭ জনের মধ্যে শনিবার আইসিটি অফিসার মোঃ আশফাকুল ইসলাম (৩৭) সুস্থ। পীরগঞ্জ উপজেলা আপাতত করোনামুক্ত হয়েছে।শনিবার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন বুলেট বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পীরগঞ্জ উপজেলায় আক্রান্ত ১৬৭ জনের মধ্যে সর্বশেষ শনিবার সকালে আইসিটি অফিসার মোঃ আশফাকুল ইসলাম (৩৭) আইসোলেশন থেকে ছাড়পত্র পায় । এ মুহূর্তে পীরগঞ্জে আর কোনো করোনা রোগী নেই।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান,পীরগঞ্জে আক্রান্ত ১৬৭ জনের মধ্যে ১৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়াও, করোনা সংক্রমণের শুরু থেকে উপজেলায় ০৯ জন আক্রান্ত হয়ে মারা যান। উপজেলায় এ পর্যন্ত ৮০৬ জনের নমুনা সংগ্রহ করা হয় সব নমুনার ফলাফলও জানা গেছে।