September 23, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

"পীরগাছার প্রতিটি শিশু-কিশোরের স্বাস্থ্য সুরক্ষায় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ"- মাস্ক বিতরণ কর্মসূচি শুরু।

"পীরগাছার প্রতিটি শিশু-কিশোরের স্বাস্থ্য সুরক্ষায় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ"- মাস্ক বিতরণ কর্মসূচি শুরু।

“পীরগাছার শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ”- মাস্ক বিতরণ কর্মসূচি শুরু

এস আই এস – বিশেষ প্রতিবেদক ।পীরগাছায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের  ১৫ হাজার  মাস্ক বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন গোলাম আযম সরকার। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পীরগাছা উপজেলা শাখার উদ্দ্যোগে ১৫ হাজার মাস্ক বিতরনের উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে।এরই অংশ হিসেবে বুধবার দুপুরে পীরগাছা বাজারের মাক্স বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন , শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পীরগাছা উপজেলা শাখার আহবায়ক শাহ মোঃ শারেখ খন্দকার জয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম রাব্বি, হাসানুর রহমান সাদ্দাম, বোরহান কবির, সদস্য মোঃ বেলাল হোসাইন, মারুফ হাসান, তানভীর আহমেদ, ফরহাদ রহমান, মেহেদী হাসান, সুজন খান ফারুক, সোহেল রানা, মামুন, আলিফ মিয়া, মাহবুর রহমান, মিঠু মিয়া প্রমুখ। ৯ ইউনিয়নের বিভিন্ন  স্কুল, কলেজ, মাদ্রাসা, কোচিং সেন্টার সহ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর নেতাকর্মীরা প্রতিটি শিশু কিশোরদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে মাস্ক বিতরণ করার পাশাপাশি তাদের স্বাস্থ্য বিধি মেনে চলা কেন গুরুত্বপূর্ণ তার প্রচারণা কাজটি আজকে থেকে এক মাস যাবত পরিচালনা করা হবে আহবায়ক কমিটির নেতাকর্মীদের কাছে থেকে জানা গেছে।