January 26, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগ‌ঞ্জে অ‌বৈধ চায়না দুয়ারী জাল আগু‌নে ভূ‌স্মিভূত

পীরগ‌ঞ্জে অ‌বৈধ চায়না দুয়ারী জাল আগু‌নে ভূ‌স্মিভূত

পীরগ‌ঞ্জে অ‌বৈধ চায়না দুয়ারী জাল আগু‌নে ভূ‌স্মিভূত


পীরগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধিঃ রংপু‌রের পীরগঞ্জে মৎস‌্য বিভাগ‌ের কম্বিং অপা‌রেশ‌নের অংশ হি‌সেবে উপ‌জেলা মৎস‌্য অধিদপ্তর কর্তৃক আটক ১৮‌টি চায়না দুয়ারী জাল আগু‌নে ভূ‌স্মিভূত করা হ‌য়ে‌ছে। গতকাল মঙ্গলবার উপ‌জেলা প‌রিষদ চত্ব‌রে উপ‌জেলা সি‌নিয়র মৎস‌্য কর্মকর্তা আ‌মিনুল ইসলাম অগ্নী সং‌যোগ এর মাধ‌্যমে ওই জালগু‌লো ভু‌স্মিভূত ক‌রেন।জানা‌গে‌ছে গত সোমবার ৎ উপ‌জেলার বড়বিলা নামক বিল থে‌কে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানের মাধ্যমে নিষিদ্ধ ‌ঘো‌ষিত চায়না ম্যাজিক জাল (দুয়ারি জাল) আটক ক‌রে। উপ‌জেলা সি‌নিয়র মৎস‌্য কর্মকর্তা জানান, মাছ শিকা‌রের জন‌্য সকল প্রকার অ‌বৈধ জাল ব‌্যবহার বন্ধ করার জন্য বিশেষ অপারেশন পরিচালনা করা হয়। এ অ‌ভিযান অব‌্যহত থাক‌বে। তি‌নি আ‌রও জানান, দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা, মাছের নিরাপদ প্রজনন ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য উপজেলা মৎস্য দপ্তর, পীরগঞ্জ সব সময় মৎস্যজীবী, জেলে ও এই জাতীয় শ্রেণী পেশার মানুষকে অবৈধ জাল ব্যবহার করা থেকে বিরত থেকে বর্তমান সরকারের মৎস্য নীতিমালা অনুসরণ করার আহ্বান ক‌রেন।