May 12, 2021

Jagobahe24.com news portal

Real time news update

ফুলবাড়ীর উর্বশী মার্কেটে নিউ ষ্টার কাবাব এন্ড বিরিয়ানী হাউজের শুভ উদ্বোধন॥

ফুলবাড়ীর উর্বশী মার্কেটে নিউ ষ্টার কাবাব এন্ড বিরিয়ানী হাউজের শুভ উদ্বোধন॥

ফুলবাড়ীর উর্বশী মার্কেটে নিউ ষ্টার কাবাব এন্ড বিরিয়ানী হাউজের শুভ উদ্বোধন॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীর উর্বশী মার্কেটে “নিউ ষ্টার কাবাব এন্ড বিরিয়ানী হাউজ” এর শুভ উদ্বোধন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় ফুলাবাড়ী পৌর শহরে উর্বসী মার্কেটে “নিউ ষ্টার কাবাব এন্ড বিরিয়ানী হাউজ” এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সুযোগ্য পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর শহরের ব্যবসায়ী, সুধিজন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।