June 15, 2021

Jagobahe24.com news portal

Real time news update

ফুলবাড়ী শিবনগর ইউনিয়নে স্কুল পরিষ্কার করার নামে গাছের ডাল কর্তন

ফুলবাড়ী শিবনগর ইউনিয়নে স্কুল পরিষ্কার করার নামে গাছের ডাল কর্তন

ফুলবাড়ী শিবনগর ইউনিয়নে স্কুল পরিষ্কার করার নামে গাছের ডাল কর্তন

ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির সরকারী প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করার নামে স্কুলের গাছের ডাল কর্তন। গত কাল বুধবার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির সরকারী প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ কাকলি আক্তার স্কুল কমিটির রেজুলেশনের মাধ্যমে স্কুরের মাঠে থাকা কয়েকটি গাছের ডাল কেটে ফেলেন। গাছের ডাল কাটার সময় স্থানীয় লোকজন ও ইউপি সদস্য মোঃ রিপন গাছের ডাল কাটতে বাধা দিলে বাধার মুখে অন্যান্য গাছের ডাল কাটা বন্ধ হয়ে যায়। গত কাল বুধবার সরজমিনে স্কুলে মাঠে গিয়ে দেখা যায় স্কুল থেকে শহীদ মিনার এর দুরুত্ব প্রায় ১০০ গজ পশ্চিমে অবস্থিত। কিন্তু স্কুল থেকে ৫০ গজ সামনে কড়াই গাছ এর একটি অনেক বড় ডাল করাত দিয়ে কেটে ফেলেন। পাশাপাশি আম গাছেরও ডাল কেটে ফেলেন। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভূইয়ার সাথে কথা বললে তিনি জানান শহীদ মিনারের উপর গাছের ডালপালা রয়েছে। ডালপালা না কাটলে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে শহীদ মিনার ভেঙ্গে যেতে পারে। সে ক্ষেত্রে ডাল কাটতে পারে। এদিকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বললে তিনি জানান ছোট ডালপালা থাকলে তা কাটতে পারে। তবে গাছের বড় ডাল কাটতে পারেননা তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অপর দিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রহমান চৌধুরী (বিপ্লব) তিনি জানান ঘটনা শুনেছি তাৎখোনিক ঘটনা স্থানে এসে গাছ কাটা আপাতত বন্ধ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকলি আক্তারে সাথে সরাসরি কথা বললে তিনি জানান স্কুরের মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন ও স্কুলের ভবন এবং শহীদ মিনারকে রক্ষার জন্য গাছের ডাল কাটা হয়েছে এছাড়া স্কুরের মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কুরের গাছের ডাল কাটা বিষয়ে স্কুল কমিটিকে নিয়ে একটি রেজুলেশন করা হয়েছে। রেজুলেশনের সহ-সভাপতি খন্দকার মাহামুদুল হাসানের পরামর্শে গাছের ডাল কাটা হয়। একক আমার কোনো সিদ্ধান্ত নয়। এ বিষয়ে এলাকাবাসী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।