July 29, 2021

Jagobahe24.com news portal

Real time news update

ফ্রিজের শর্টসার্কিট থেকে আগুন: শৈলকুপা আগুনে দোকান পুড়ে ছাই ক্ষতি ৩০ লাখ টাকা

ফ্রিজের শর্টসার্কিট থেকে আগুন: শৈলকুপা আগুনে দোকান পুড়ে ছাই ক্ষতি ৩০ লাখ টাকা

ফ্রিজের শর্টসার্কিট থেকে আগুন: শৈলকুপা আগুনে দোকান পুড়ে ছাই ক্ষতি ৩০ লাখ টাকা

ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপার গোসাইডাঙ্গা গ্রামে ফ্রিজের সর্টসার্কিট থেকে আগুন লেগে মুদি একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ক্ষতিগ্রস্থ দোকানি সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামের শাখামত শেখের ছেলে সবুজ হোসেন জানান, মুদি দোকানটি ছিল কাতলাগাড়ী পুরাতন বাজারে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাজার পাহারাদার দোকানে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেয়। শৈলকুপা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানঘরসহ সকল মালামাল পুড়ে যায়। তিনি আরো জানান, শৈলকুপা ব্রাক ব্যাংক থেকে ১৩ লাখ ও বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসা করছিলেন। বিশাল ঋণের বোঝা এখন তার মাথায়। আগুনে সব পুড়ে এখন তিনি পথে বসে গেছে।