June 23, 2021

Jagobahe24.com news portal

Real time news update

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে কুইজ প্রতিযোগিতায় স্মার্টফোন বিজয়ী হলেন খানসামার রাহুল রায়

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে কুইজ প্রতিযোগিতায় স্মার্টফোন বিজয়ী হলেন খানসামার রাহুল রায়

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে কুইজ প্রতিযোগিতায় স্মার্টফোন বিজয়ী হলেন খানসামার রাহুল রায়

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির মহাজীবন এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জ্ঞানের পরিধিকে বাড়াতে “বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায়” অংশগ্রহন করে স্মার্টফোন বিজয়ী হলেন দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের রাহুল রায়।
সে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় থেকে এবছর এস এস সি পরীক্ষায় অংশ নিবে। রাহুল রায় মধ্য আংগারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপী চাঁদ রায় ও গৃহিনী দয়া রাণী রায়ের বড় ছেলে।
স্মার্টফোন বিজয়ী রাহুল রায় জানান, টেলিভিশনে কুইজের বিষয়ে জেনে গত ২৩ তারিখ থেকে অংশগ্রহণ করি এবং ২৬ জানুয়ারি স্মার্টফোন বিজয়ী সৌভাগ্যবান ১০ জনের মধ্যে একজন । এর মধ্যে প্রিয়.কমের ফলাফলে আমাকে বিজয়ী ঘোষণা করেছে।এ জন্য প্রিয়কে এবং কুইজ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাই জানাই। তবে পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, কুইজে অংশগ্রহন করে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারছি এটাই বড় কথা।