October 21, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে চিকিৎসকদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে চিকিৎসকদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে চিকিৎসকদের মানববন্ধন

ঝিনাইদহঃ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ জেলায় কর্মরত চিকিৎসকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা: মুন্সী রেজা সেকেন্দার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সদস্য সচিব ডা: রাশেদ আল মামুন, ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর রশীদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীম কবির, সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডা: জাকির হোসেন, সিনিয়র কনসালটেন্ট (গাইনী ও অবস) ডা: আলাউদ্দিন, চিকিৎসক ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডা: সাজ্জাদ রহিমী, ডা: কনক হোসেন, ডা: মিথিলা পারভীন, ডা: লিমন পারভেজসহ অন্যান্যরা। স্বাপিচ জেলা শাখার সদস্য সচিব ডা: রাশেদ আল মামুন তার বক্তব্যে, কুষ্টিয়ায় নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভাস্কর্যের নিরাপত্তা দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।