December 4, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে রংপুরে বামজোটের বিক্ষোভ

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে রংপুরে বামজোটের বিক্ষোভ

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে রংপুরে বামজোটের বিক্ষোভ

আহসানুল আরেফিন তিতু, রংপুরঃ চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাবিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলি চালানোয় ৫ জন শ্রমিক নিহত এবং ৩০ জন আহত হওয়ার প্রতিবাদে গতকাল ১৯ এপ্রিল, ২০২১ সোমবার বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্তরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতেই পুলিশ বাধা প্রদান করে হুমকি ধামকি দিতে থাকে। বাধার মুখেই বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) রংপুর সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু তার বক্তব্যে বলেন, সরকারের অপরিকল্পিত লকডাউনের কারণে মানুষ চরম বিপদের মধ্যে পড়েছে। মানুষের ঘরে খাবার নেই, হাতে টাকা নেই। বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লাবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলো। সরকার বেতন আদায়ের ব্যবস্থা না করে মালিকের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন দমন করার জন্য পুলিশকে দিয়ে গুলি চালিয়ে ৫ জন শ্রমিককে খুন করেছে, ৩০ জনকে আহত করেছে। আমরা বামজোট রংপুর জেলার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, নিহত শ্রমিকদের পরিবারকে একজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের বিনামূল্যে চিকিৎসা এবং উপযুক্ত ক্ষতিপূরণের জোর দাবি জানাই। এছাড়া লকডাউন কার্যকর করতে ঘরে ঘরে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রেরণ করার দাবি জানাই। কর্মসূচি থেকে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি বাধা ও হুমকির নিন্দাও জানানো হয়। বিক্ষোভ সমাবেশে বাম জোটে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ রংপুর জেলা আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মমিনুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু।