January 19, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বিরল রোগে আক্রান্ত পরিবারের পাশে রংপুর জেলা প্রশাসন

বিরল রোগে আক্রান্ত পরিবারের পাশে রংপুর জেলা প্রশাসন

বিরল রোগে আক্রান্ত পরিবারের পাশে রংপুর জেলা প্রশাসন

রংপুরের মাহিগঞ্জে অজানা বংশগত বিরল রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের ৩ প্রজন্মের ৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এই পরিবারে আক্রান্ত রোগী ৫ জন। চিকিৎসকদের মতে, এ রোগের কোন চিকিৎসা নেই। এই বিরল রোগে আক্রান্ত পরিবারের পাশে দাড়িয়েছে রংপুর জেলা প্রশাসন। গণমাধ্যমে এ বিষয়ে খবর দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।আজ (১ মে) বিকেলে জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের পক্ষে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বিরল রোগে আক্রান্ত পরিবারকে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় তিনি আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পরিবারের জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।