August 4, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জের ফল ব্যবসায়ীদের পুঁজি নেই

বীরগঞ্জের ফল ব্যবসায়ীদের পুঁজি নেই

বীরগঞ্জের ফল ব্যবসায়ীদের পুঁজি নেই

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বৈশিক মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ক্রেতা শূন্য বীরগঞ্জের ফলের ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে মাথায় হাত দিয়ে বসে আসে ক্রেতার আগমনের অপেক্ষায়। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ, গণ পরিবহন চালু না থাকার কারনে নেই দূরদূরান্তের ক্রেতা সাধারণ। এর ফলে ক্রেতার অভাবে আর ফল পঁচনের কারণে ক্ষতির মুখে পড়েছে বীরগঞ্জের বেশির ভাগ ফল ব্যবসায়ী। কলেজ বন্দ থাকার কারনে বীরগঞ্জ সরকারি কলেজের বিবিএ (অর্নাস) শ্রেণির শিক্ষার্থী সাইফুল্লাহ সাইফ বলেন,এক বছর আগে লক্ষাধিক টাকা নিয়ে ফলের ব্যবসায় শুরু করলেও ফলের পঁচন ও লোকসানে কারনে পুঁজির অর্ধেকের কম হয়ে এসেছে। সরকারি আর্থিক সহযোগিতা না পেলে পথে বসতে হবে তাদের এমনটি জানিয়েছেন বেশির ভাগ ফল ব্যবসায়ী। সরজমিনে গিয়ে জানা যায় বীরগঞ্জে সাধনা সুইটেস এর পাশে ফলের ব্যবসায়ী রবি শাহা বলেন চলমান লকডাউনে তার ২০ হাজার,জয়নাল হাজারির ১৫ হাজার,মতিয়ার রহমানের ২৫ হাজার,তাজমহল এলাকার ফলের ব্যবসায়ী শাহিনুর ইসলামের ২০ হাজার,ঈমান আলীর ৩০ হাজার টাকার ফল পঁচে নস্ট হয়ে ফেলে দিয়েছে । এছাড়াও বীরগঞ্জে সবমিলিয়ে ১৫/১৬টি ফলের দোকান রয়েছে সবাই পুঁজি হারিয়ে এখন দিশেহারা । বীরগঞ্জের ফল ব্যবসায়ীরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি জননেন্ত্রী শেখ হাসিনার ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য জনাব মনোরঞ্জন শীল গোপাল এমপির কাছে আর্থিক প্রণোদনার জন্য জোর অনুরোধ জানিয়েছেন ।