September 22, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে করোনায় চিকিৎসকের মৃত্যু

বীরগঞ্জে করোনায় চিকিৎসকের মৃত্যু

বীরগঞ্জে করোনায় চিকিৎসকের মৃত্যু

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ দিনাজপুর বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সেও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুদীপ্ত দেব শর্মা (২৯) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আফরোজ সুলতানা লুনা বিষয়টি নিশ্চিত করেছেন। সুদীপ্ত দেব শর্মা উপজেলার সুজালপুর ইউনিয়নের আমতলী মানকিরা গ্রামের শশি মোহন দেব শর্মার ছেলে। আফরোজ সুলতানা জানান, সুদীপ্ত দেব শর্মা গত ১৬ জুলাই করোনায় আক্রান্ত হন। তখন তার শারীরিক অবস্থা গুরুতর হলে ২৩ জুলাই তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুদীপ্ত দেব শর্মা এই হাসপাতালে করোনা রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন।
সংবাদ পেয়ে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ৩ আগস্ট দুপুরে উপজেলার সুজালপুর ইউনিয়নে সুদীপ্ত দেব শর্মা সবুজ এর নিজ বাসভবনে ছুটে যান এমপি গোপাল। এসময় তার পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং ধৈয্যেধারণের আহবান জানান। উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলী প্রমুখ ।