December 1, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ

খায়রুন নাহার বহ্নি বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার দুপুুরে বীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন ও প্রশিক্ষণ ভাতা বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিতে প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর উন্নয়নে অনেক কাজ করেছেন। যা বিগত কোন সরকার তাদের উন্নয়নের কাজ করে নি। বিশেষ করে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ, শিক্ষা বৃত্তি, সাংস্কৃতিক একাডেমি, কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।’ ক্ষুদ্র-নৃ গোষ্ঠীকে পেছনে ফেলে রাখলে জাতির পিতার সোনার বাংলা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো.আব্দুল কাইয়ুম চৌধুরী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজুল করিম রিংকু প্রমুখ।