June 19, 2021

Jagobahe24.com news portal

Real time news update

চিরিরবন্দরে পানিতে ডুবে শিশুর মৃত্যু॥

চিরিরবন্দরে পানিতে ডুবে শিশুর মৃত্যু॥

বীরগঞ্জে গলায় মাছের কাঁটা লেগে গৃহবধুর মৃত্যু

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ভাত খাওয়ার সময় গলায় মাছের কাঁটা লেগে ৩ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র বেলাল হোসেন ১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ৩ সন্তান ও স্ত্রী ফারজানা বেগম (২৮) কে সাথে নিয়ে ভাত খেতে বসে।
এসময় ভাত খেতে খেতে গৃহবধু জানায়, তার গলায় মাছের কাঁটা লেগেছে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বেলাল হোসেন তাৎক্ষনিক স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষনা করেন।
বেলাল হোসেন কবিরাজহাট এলাকার ডেকোরেটরের ব্যবস্যায়ী। তার ১ ছেলে ও ২ মেয়ে।
ইউপি সদস্য হেলাল উদ্দিন ও লিপি বেগম জানায়, মৃত গৃহবধুর গলায় মাছের কাঁটা লেগে নাও মৃত্যু হতে পারে, তার উচ্চ রক্তচাপ ও হার্ডের সমস্যাও ছিলো।
ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান মো.বদিউজ্জামান পান্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হঠাৎ তার মৃত্যুতে এলাকায় গভির শোকের ছায়া নেমে এসেছে।