October 18, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় তিরনাথ দাস ওরফে দ্বীনবন্ধু (৫৭) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি খানসামা উপজেলার দশোর ব্রাক্ষণপাড়ার মৃত. রমেন্দ্রনাথ দাসের ছেলে। বুধবার বেলা আনুমানিক সাড়ে ১১ টায় কবিরাজহাট- গোলাপগঞ্জ সড়কের ভোগনগর ইউনিয়নের কালিতলায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ডিসকভার মটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে মোহনপুর ইউনিয়নের মাহানপুর বাজারে তার মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে কালিতলায় পৌঁছালে সামনে থেকে কবিরাজহাট থেকে আসা দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দ্বীনবন্ধুর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ ওসি আব্দুল মতিন প্রধাান জানান, স্থানীয়দের সহযোগিতায় নুর এন্টার প্রাাইজের ট্রাাক যার নং ঢাকা মেট্রো ন ১৫-৭০৪৩ নাম্বার ও ট্রাক হেলপারকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে আটকের চেষ্টা চলছে।