December 2, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে নির্বাচনী হাওয়ায় দুলছে ১১টি ইউনিয়ন,মটর সাইকেল শো-ডাউন মিছিল মিটিংএ ব্যস্ত কর্মীরা

বীরগঞ্জে নির্বাচনী হাওয়ায় দুলছে ১১টি ইউনিয়ন,মটর সাইকেল শো-ডাউন মিছিল মিটিংএ ব্যস্ত কর্মীরা

বীরগঞ্জে নির্বাচনী হাওয়ায় দুলছে ১১টি ইউনিয়ন,মটর সাইকেল শো-ডাউন মিছিল মিটিংএ ব্যস্ত কর্মীরা

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জে নির্বাচনী হাওয়ায় দুলছে ১১টি ইউনিয়ন নির্বাচনে ভোট প্রতিযোগিতায় অর্ধশত চেয়ারম্যান ও পাঁচ শতাধিক সাধারন ও সংরক্ষিত মহিলা প্রার্থী অংশ নিতে পারে।

সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়েছে। ইতোমধ্যে ইলেকশন কমিশন তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছেন। তাতে দিনাজপুরের বীরগঞ্জ তালিকায় নাম আসেনি বিধায় পরবর্তী ধাপ গুলোতে ঘোষনা আসবে।১১ টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে বীরগঞ্জ উপজেলা।

অন্যত্র চলমান ভোটের হাওয়ায় দুলছে বীরগঞ্জ, থেমে নেই ইউপি নির্বাচনে অংশ গ্রহনকারী সকল ইউনিয়নে প্রার্থীরা।তারা মরিয়া হয়ে নিজেদের পক্ষে সমর্থন নিতে নানান কৌশলে প্রচার প্রচারণা, সভা সমাবেশ, উঠান বৈঠক, গনসংযোগ, মটর সাইকেল শো-ডান অব্যাহত রেখেছেন। চোখে পড়ার মত দৃশ্য হচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ তথা সরকার দলীয় সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের আনন্দঘন প্রচারাভিযান।
দলীয় প্রচার প্রচারণায় মহাধুম মনে হলেও বিগত দিনে ফলাফল ছিল আওয়ামী লীগের-৩ বিএনপি-জামাত ও বিদ্রোহী-৭। কথায় আছে বীরগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাটি। এমন কথার বাস্তবতা নষ্ট করেছে বিদ্রোহীরা। তবে এবার তৃনমুল অনেকটা সুসংগঠিত ও সুশৃঙ্খল বিধায় ফলাফল পুরোটাই পক্ষে থাকবে বলে মনে করেন দলীয় নেতৃবৃন্দ।