November 29, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

বীরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

বীরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ ২৪ মার্চ বুধবার “মুজিব বর্ষের অঙ্গীকার,যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে “বিশ্ব যক্ষ্মা দিবস” উপলক্ষে একটি স্ট্যান্ডিং র‌্যালী এবং কনফারেন্স রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উদ্বোধন ও সমাপনী সহ মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং ” যক্ষ্মা বিষয়ক” দিক নির্দেশনা দেন- ডাঃ মোহাম্মদ মহসীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বীরগঞ্জ, দিনাজপুর।
যক্ষ্মা বিষয়ক আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ডাঃ আফরোজ সুলাতানা (লুনা), অবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার ডাঃ তানজিন তামান্না ঈশিতা, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল তানভীর তালুকদার জনাব, সন্তোষ কুমার রায়, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), জনাব, মোঃ সাবুল ইসলাম, এমটি (ইপিআই), জনাব, মোঃ মাসুদ রানা, টিএলসিএ, জনাব, মোঃ আজিজুর রহমান, পিও-টিবি, ব্র্যাক, বীরগঞ্জ এছাড়াও অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের এবং উপজেলার ব্র্যাক স্বাস্থ্য সেবার সাথে জাডিত বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।