October 20, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন

বীরগঞ্জে মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন

বীরগঞ্জে মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ বীরগঞ্জে মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আয়োজনে সচেতনতা বিষয়ক জনউদ্বুদ্ধ করণ ক্যাম্পেইন (১৭-১৯ মে -২০২১) উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর হতে প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসীন। পরে একটি প্রচার গাড়ী বহর উপজেলা সদর সহ পৌরসদরের বিভিন্ন এলাকায় প্রচার কার্যক্রম পরিচালনা করে আসছে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুজয় চক্রবর্তীর নেতৃত্বে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফরিদ বিন ইসলাম সহ সহকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রচার করা হয়- সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলায় সামাজিক, রাজনৈতিক, র্ধমীয়, কোচিং সন্টোর সহ সব ধরণরে জনসমাগম বন্ধ থাকবে এবং বিয়ে-জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানে লোকসমাগম বন্ধ থাকবে। মসজিদসহ সব ধরণেন র্ধমীয় উপাসনালয়ে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যববিধি মেেন চলতে হবে। গণপরিবহনে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেেন চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগরে অধিক যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যসবো প্রতিষ্ঠান সমূহে এবং শপিংমলে ক্রতো-বক্রিতো উভয়েরই মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেেন চলতে হবে। খাবার হোটলে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষের একসঙ্গে প্রবেশ বা অবস্থান করতে পারবে না এবং উক্ত স্থানে অবশ্যই মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘরের বাইরে এবং জনসমুক্ষে মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে র্মমে অবগত করা হয়।