December 5, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে রুপালী ব্যাংকের নতুন ভবন উদ্বোধন

বীরগঞ্জে রুপালী ব্যাংকের নতুন ভবন উদ্বোধন

বীরগঞ্জে রুপালী ব্যাংকের নতুন ভবন উদ্বোধন

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে রবিবার ১৪ নভেম্বর সকাল ১১ ঘটিকায় বীরগঞ্জে রুপালী ব্যাংক লিঃ এর নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ শাহেদুর রহমানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড.এ.কে.এম. মাসুদুল হক, পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, দিনাজপুর জোনের ডেপুটি ম্যানাজার মোঃ গোলাম নবী।

বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ শাহ সুফিয়ানের পরিচালনায় নতুন রুপে ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিও মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ মঈন উদ্দিন আহম্মেদ,বিশিষ্ট ব্যবস্যায়ী ইয়াকুব আলী বাবুল, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, শতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান কে.এম. কুতুব উদ্দিন,বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম খান প্রমুখ।