November 27, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে লাউ ক্ষেত হতে কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বীরগঞ্জে লাউ ক্ষেত হতে কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বীরগঞ্জে লাউ ক্ষেত হতে কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নিজ লাউ ক্ষেত হতে মোঃ সিকান্দার আলী (৩৫)নামে এক কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মোঃ সিকান্দার আলী উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মোঃ তারা মিয়ার ছেলে।
মঙ্গলবার সকাল ৯টায় মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়।
বীরগঞ্জ থানার এসআই মোঃ নাজমুল ইসলাম জানান, ফজরের নামাজ পড়ার জন্য ভোরে মসজিদে যান মোঃ সিকান্দার আলী। পরে সকালে স্থানীয় লোকজন বাড়ীর পাশে নিজ লাউ ক্ষেতের বাঁশের মাচার রশিতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। গলায় দাগ থাকার কারণে সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিত্বে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।