June 18, 2021

Jagobahe24.com news portal

Real time news update

বীরগঞ্জ পৌর মেয়রের চাচা লতিফ হাজীর ইন্তেকাল ও দাফন সম্পন্ন

বীরগঞ্জ পৌর মেয়রের চাচা লতিফ হাজীর ইন্তেকাল ও দাফন সম্পন্ন

বীরগঞ্জ পৌর মেয়রের চাচা লতিফ হাজীর ইন্তেকাল ও দাফন সম্পন্ন

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ বীরগঞ্জ ২৭ নভেম্বর পৌর মেয়রের চাচা লতিফ হাজীর দাফন সম্পন্ন করা হয়েছে।

বীরগঞ্জ পৌর সভার মেয়র মোশারফ হোসেন বাবুলের চাচা আলহাজ্ব লতিফ মিয়া (৮৬) গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাস ভবনে বার্ধক্য জনিত অসুস্থতার কারনে ইন্তেকাল করেন। ইন্না … রাজিউন।

আজ শুক্রবার বাদ জুম্মা বীরগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় ঈদগাঁও মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে ছেলে, মেয়ে, ভাই-বোন, বন্ধু-বান্ধব ও অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।