January 19, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জ বিশ্ব শিশু দিবস পালিত

বীরগঞ্জ বিশ্ব শিশু দিবস পালিত

বীরগঞ্জ বিশ্ব শিশু দিবস পালিত

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় বীরগঞ্জ সিডিপির অফিস প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে এই দিবসটি পালন করা হয়। গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির ম্যানেজার মি: বিধান মন্ডল এর সভাপতিত্বে উক্ত দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা। এ সময় বীরগঞ্জ সিডিপির সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার, সিডিপি প্রোগ্রাম ম্যানেজার মো. শফিউদ্দীন খান, শিশু পরিষদের সভাপতি অনন্ত শীল এবং অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা বিশ্ব শিশু দিবস এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশেষ ভাবে সবার মাঝে আলোচনা সহ শিশু পরিষদের সভাপতি অনন্ত শীল শিশুদের গুরুত্বপূর্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও সকল উপস্থিত ব্যক্তিদের মাঝে করোনা কালিন সময়ে যাতে সবাই স্বাস্থবিধি মেনে চলে সে বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। উক্ত দিবসে ১২৫ জন শিশু, স্বেচ্ছাসেবক, শিক্ষক ও অফিস স্টাফ অংশগ্রহন করে।