June 24, 2021

Jagobahe24.com news portal

Real time news update

ভূমিহীনদের আবাসনের দাবিতে জেলা প্রশাসক বরাবর বাসদের স্মারকলিপি প্রদান

ভূমিহীনদের আবাসনের দাবিতে জেলা প্রশাসক বরাবর বাসদের স্মারকলিপি প্রদান

ভূমিহীনদের আবাসনের দাবিতে জেলা প্রশাসক বরাবর বাসদের স্মারকলিপি প্রদান

গত ০৬ জুন’২১ রবিবার সকাল ১১টায় রংপুর জেলা বাসদের উদ্যোগে নগরের ২৯নং ওর্য়াডের ২৫জন ভূমিহীন পরিবারের আবাসনের দাবিতে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে এডিসি (সার্বিক) মো: গোলাম রŸবানীর কাছে স্মারকলিপি দেয়া হয়। দলের রংপুর জেলা আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ভূমিহীনদের প্রতিনিধি ও বাসদ সংগঠক রবিউল ইসলাম, গৌতম রায়, আকলিমা, সাহিনা বেগম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন যাবৎ উল্লিখিত ভূমিহীন পরিবার গুলো মাটি ভাড়া নিয়ে অথবা অন্যের জমিতে কোন রকমে টিনের চালা বা ঝুপড়ি ঘর তুলে বসবাস করছে। এখন জমি বা বাড়ির মালিক তাদের নিজের প্রয়োজনে ঐ জমি ব্যবহার করবে বিধায় ভূমিহীনদের থাকার জায়গা অবিলম্বে মৌখিক ভাবে ছেড়ে দিতে বলেছে। উল্লেখ্য অবাসনের জন্য আবেদনকারীদের ওয়ারিশ সূত্রে কারো এক শতাংশ জমিও নেই।
এমতাবস্থায় নেতৃবৃন্দ বলেন, “মুজিব বর্ষে সরকারের ঘোষণা গৃহহীন কেউ থাকবে না” নির্দেশনা মোতাবেক ভূমিহীনদের আবাসনের ব্যবস্থা করে তাদের ছিন্নমূল হওয়ার হাত থেকে রক্ষার জন্য জোর দাবি জানান।