November 27, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

মহেশপুরে ৮শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মহেশপুরে ৮শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মহেশপুরে ৮শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ-
ঝিনাইদহের মহেশপুরে প্রায় ৮শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইব্রাহিম মন্ডল (৩৫) নামের এক জনকে আটক করেছে ৫৮ বিজিবি। আজ ভোর রাতে উপজেলার মাটিল গ্রামে অভিযান চালিয়ে ইব্রাহিমকে আটক করা হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। আটক ইব্রাহিম মন্ডল মাটিল গ্রামের তৈরুদ্দিন মন্ডলের ছেলে। এক প্রেস রিলিজে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবি একটি টহল দল ইব্রাহিম মন্ডলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৭৯৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করে। এ সময় টের পেয়ে অন্যান্য আসামীরা পালিয়ে যায়। ওসি সাইফুল ইসলাম জানান, বিজিবি’র পক্ষ থেকে মহেশপুর থানায় ২জনকে আসামী করে মাদক আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।