October 27, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

থামছে না সড়কে হত্যা! কালীগঞ্জে ২০ দিনে নিহত ১৬!

থামছে না সড়কে হত্যা! কালীগঞ্জে ২০ দিনে নিহত ১৬!

মহেশপুর সীমান্তে ‘দালাল’সহ ৮ জন আটক

ঝিনাইদহঃ
অবৈধ ভাবে ভারত যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে কথিত এক দালালসহ আটজনকে আটক করেছে বিজিবি। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে মহেশপুর উপজেলার লড়াইঘাট বিওপি এলাকার পদ্মপুকুর থেকে পাঁচজন এবং যাদবপুর বিওপি এলাকার বেতবাড়িয়া থেকে তিনজনকে আটক করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, সোমবার গভীর রাতে পৃথক দুটি অভিযানে এদের আটক করা হয়। আটকদের মধ্যে তিন পুরুষ, চার নারী এবং একটি শিশু রয়েছে। তারা বাগেরহাট, যশোর ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ সময় তাদের সহযোগিতা করার অভিযোগে একটি মোটরচালিত ভ্যানগাড়িসহ আল মামুন নামে একজনকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা নজরুল ইসলাম খান।