October 20, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

মাতৃভাষা দিবসে রংপুরবাসীকে বিএনপি নেতা সাইফুলের শুভেচ্ছা

মাতৃভাষা দিবসে রংপুরবাসীকে বিএনপি নেতা সাইফুলের শুভেচ্ছা

মাতৃভাষা দিবসে রংপুরবাসীকে বিএনপি নেতা সাইফুলের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি॥
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরবাসী ও রংপুর-৬ আসনের পীরগঞ্জ উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রংপুর জেলা বিএনপির সভাপতি, পীরগঞ্জ উপজেলার মাটি ও মানুষের নেতা, সাবেক সফল জনপ্রতিনিধি ও সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম।
তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অমর একুশে ফেব্রুয়ারীর শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে পেয়েছিলাম বাংলা ভাষায় কথা বলার অধিকার। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে। এরপর বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী।
বাংলা পৃথিবীর একমাত্র ভাষা যা অর্জিত হয়েছে রক্তের বিনিময়ে। আজকের এই শুভক্ষণে সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের জানাই শুভেচ্ছা, বিন¤্র শ্রদ্ধা।