January 16, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

মুজিব বর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুজিব বর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুজিব বর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জে, ইতি ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতির পিতার জন্মশত বার্ষিকী মুজিববর্ষ আর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন, রচনা লেখা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা শিশু একাডেমী’র উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী৷ এসময় অন্যানের মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদসহ শিক্ষক, বিচারক, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।  সকালে বিডি হলের বারান্দায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাসহ বিভিন্ন বয়সের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।  পরে বিডি হল মিলনায়তনে  স্বাধীনতা যুদ্ধ, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির বিষয় নিয়ে স্কুল ও কলেজ পর্যায়ে রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সব শেষে দুপুরে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা। এতে স্কুল কলেজের শিক্ষার্থী ও শিশু শিল্পীরা অংশ নেয়।