January 16, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

রংপুরে জামাত-বিএনপি অপশক্তি'র গুজব প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে জামাত-বিএনপি অপশক্তি'র গুজব প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে জামাত-বিএনপি অপশক্তি’র গুজব প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ,রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয়ে মিলিত হলে করোনা ভ্যাক্সিন নিয়ে জামায়াত-বিএনপির সাম্প্রতিক গুজব রুখতে করণীয় সম্পর্কে তাৎক্ষণিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে সতর্ক ও সজাগ থাকতে দিক-নির্দেশনা প্রদান করেন।অতীতেও জামাত- বিএনপি এধরণের  কর্মকান্ডের মাধ্যমে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।’করোনা ভ্যাক্সিন’ নিয়ে তিনি আরও বলেন গুজব হলো প্রগতির ধারাকে ব্যহত করা, একটি গোষ্ঠী স্বাধীনতা ও সার্বভৌমত্বের আন্দোলনের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত করে যাচ্ছে।কখনো ধর্মকে ঢাল হিসেবে কখনো মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছে।এখন এই চক্র ডিজিটাল সুবিধা নিয়ে গুজব সৃষ্টি করে যাচ্ছে।তিনি রংপুর জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দকে করোনা ভ্যাক্সিন সম্পর্কে গুজব ঠেকাতে সর্বাত্মক সচেতন থাকার আহ্বান জানান।
এসময় রংপুর জেলা আওয়ামী লীগের ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।