November 29, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

রংপুরে বাসদ(মার্কসবাদী)'র উদ্যোগে নভেম্বর বিপ্লব বার্ষিকী ও পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত।

রংপুরে বাসদ(মার্কসবাদী)'র উদ্যোগে নভেম্বর বিপ্লব বার্ষিকী ও পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত।

রংপুরে বাসদ(মার্কসবাদী)’র উদ্যোগে নভেম্বর বিপ্লব বার্ষিকী ও পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত।

আজ ৭ নভেম্বর, ২০২১,রবিবার বাসদ(মার্কসবাদী)’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৪তম বার্ষিকী উপলক্ষ্যে রংপুর জেলা শাখার উদ্যোগে সকাল ১১:৩০টায় সুমি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পার্টির জেলা কমিটির সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পার্টির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের অন্যতম সদস্য কমরেড মানস নন্দী।আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য আহসানুল আরেফিন তিতু,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর কমিটির আহ্বায়ক সাজু বাসফোর,বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন।কমরেড মানস নন্দী বলেন,এই পুঁজিবাদী শাসন ব্যবস্থায় পুলিশ,প্রশাসন শ্রমজীবী জনগনের টাকায় বেতন নিয়ে মালিকের মুনাফা পাহারা দেয়।আর এই নিরাপত্তার মধ্যে থেকে পুঁজিপতিরা তাদের লুটপাট সীমাহীন অবস্থায় নিয়ে গেছে।এ এমনই অমানবিক ব্যবস্থা যেখানে মহামারীকালে দেশে আড়াই কোটি মানুষকে বেকার করেছে বিপরীতে শত শত নতুন কোটিপতির সৃষ্টি করেছে জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের দুর্নীতি করে।মূল্যবৃদ্ধি তো নিত্য নৈমিত্তিক ব্যাপার।এই অবস্থার মধ্যে পড়ে মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছে।অথচ আজ থেকে ১০৪ বছর আগে শ্রমিক শ্রেনীর যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিলো সোভিয়েত ইউনিয়নে সেই সমাজতান্ত্রিক দেশ মানুষকে সকল ধরণের নিরাপত্তা দিয়েছিলো।সেখানে ছিলো না কোন ভিক্ষুক,বেকার,পতিতা।সবার জন্য শিক্ষা ও চিকিৎসা ছিলো বিনামূল্যে।নারীরা পেয়েছিলো প্রকৃত মর্যাদা ও স্বাধীনতা।সাম্প্রদায়িক ও জাতিগত সমস্যাকে বিজ্ঞানসম্মতভাবে মোকাবিলা করেছিলো সমাজতান্ত্রিক ব্যবস্থা।ফলে আজকের দিনের সকল সংকট থেকে মুক্তি পেতে এই শোষণমূলক,অমানবিক ব্যবস্থাকে ভেঙ্গে সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণের সংগ্রামে শ্রমজীবী মানুষকে সর্বশক্তি নিয়োগ করতে হবে।