January 22, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

রাজধানীর খিলক্ষেতে ‘মোহাম্মদী ডেইরী এন্ড সুইটস্’ শো-রুম’র ৩য় তম শাখা শুভ উদ্বোধন

রাজধানীর খিলক্ষেতে ‘মোহাম্মদী ডেইরী এন্ড সুইটস্’ শো-রুম’র ৩য় তম শাখা শুভ উদ্বোধন

রাজধানীর খিলক্ষেতে ‘মোহাম্মদী ডেইরী এন্ড সুইটস্’ শো-রুম’র ৩য় তম শাখা শুভ উদ্বোধন

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত মসজিদ মার্কেটে ‘মোহাম্মদী ডেইরী এন্ড সুইটস্’ শো-রুম’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‘মোহাম্মদী ডেইরী এন্ড সুইটস্’ শো-রুম’র প্রতিষ্ঠাতা আলহাজ্ব দীন মোহাম্মদ দীলু’র সভাপতিত্বে দোকানের শুভ উদ্বোধন করেন খিলক্ষেত থানা আওয়ামিলীগের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম রফিক,এ সময় আরো উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা  ছাত্রলীগের সাবেগ সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আলী হোসেন মোল্লা,জাকির হোসেন,ইউনুস আলী প্রমুখ। 

মোহাম্মদী ডেইরী এন্ড সুইটস্’ শো-রুম’র প্রতিষ্ঠাতা আলহাজ্ব দীন মোহাম্মদ দীলু বলেন,নিছক ব্যবসা নয় বরং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশুদ্ধ খাবার পরিবেশনই তাদের মূল উদ্দেশ্য।‘