January 26, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো পীরগঞ্জ পৌরসভা

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো পীরগঞ্জ পৌরসভা

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো পীরগঞ্জ পৌরসভা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের পীরগঞ্জে পৌর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে মহামারি করোনা ভাইরাস রোধে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিনামূল্যে জীবানুনাশক স্বাস্থ্যসামগ্রী দিয়েছে পীরগঞ্জ পৌরসভা। জানাগেছে, পৌর এলাকার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে এসব স্বাস্থ্যসামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌরসভার হলরুমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে ওই স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণ। শিক্ষপ্রতিষ্ঠানগুলো হলো সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ, পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, পীরগঞ্জ মহাবিদ্যালয়, পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ, পীরগঞ্জ ফাজিল মাদ্রাস, পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ কছিমন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শেখ হাসিনা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, হাজী বয়েন উদ্দীন উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ ৮টি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলতে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, ডিজিটাল থার্মোমিটার ও এন্টিসেপটিক সাবান দেয়া হয়। স্বাস্থ্য সামগ্রী পেয়ে পীরগঞ্জ উপজেলা বাশিস এর সভাপতি পীরগঞ্জ কছিমন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মান্নু বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষায় পীরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্য সামগ্রী পেয়েছি। এ জন্য পীরগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীমকে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাই।