June 24, 2021

Jagobahe24.com news portal

Real time news update

শৈলকুপায় মসজিদের নির্মানাধীন পিলার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

শৈলকুপায় মসজিদের নির্মানাধীন পিলার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

শৈলকুপায় মসজিদের নির্মানাধীন পিলার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের নির্মানাধীন পিলার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বড়–রিয়া গ্রামবাসী। গ্রামের শত শত মুসল্লি মসজিদ প্রাঙ্গনে এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, বড়ুরিয়া গ্রামের জামে মসজিদটি গড়াই নদীর ভাঙ্গনের কবলে পড়ে ভেঙ্গে যায়। পরে গ্রামবাসী এখানে মসজিদ নিমার্নের সিদ্ধান্ত নেয়। বড়ুরিয়া গ্রামের খন্দকার রায়হান কবীর পলাশ ও রেহেনা খাতুনের দানকৃত জমিতে মসজিদ নির্মান কাজ শুরু হয়। গত ২২ শে এপ্রিল বৃহস্পতিবার ভোরে বড়–রিয়া গ্রামের তমালের নেতৃর্ত্বে মকলেস, মনোয়ার, রইচ, আলাল, রফিকুল,খাউরুল ও আবু সাইদসহ ১৫/২০জন নির্মানাধীন মসজিদের দুইটি পিলার ভেঙ্গে দেয়। এসময় বাধা দিতে গেলে হামলায় ৮ মুসল্লী আহত হন। হামলায় জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার ও শাস্তির দাবিতে গ্রামবাসি মনববন্ধন কর্মসুচি পালন করেন।