December 2, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

সাম্প্র্রদায়িক বন্ধন বিনষ্ট করার প্রতিবাদে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন

সাম্প্র্রদায়িক বন্ধন বিনষ্ট করার প্রতিবাদে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন

সাম্প্র্রদায়িক বন্ধন বিনষ্ট করার প্রতিবাদে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন

ঝিনাইদহ-
কুমিল্লা, রংপুর, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্র্রদায়িক বন্ধন বিনষ্ট করার প্রতিবাদে জঙ্গীবাদ ও ধর্মহীনদের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সরকারি আইনজীবীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সরকারি আইনজীবীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সরকারি কৌশুলী এ্যাড. বিকাশ কুমার ঘোষ, পিপি এ্যাড. ইসমাইল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, নারী ও শিশু পিপি বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ সাবেক সহ-সভাপতি সাদাতুর রহমান হাদি, এ্যাড. সালমা ইয়াসমিনসহ অন্যান্যরা। এসময় বক্তারা, দেশের বিভিন্ন স্থানে মন্দির, মন্ডপ ভাংচুর কারী ও সাম্প্র্রদায়িক বন্ধন বিনষ্টকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেই সাথে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।